Latest Post:
Loading...

হজ্জ ও উমরাহ নিয়ে কিছু কথা

আসসালামুয়ালাইকুম  

শুধু মাত্র দিনের কল্যানে উম্মতের রাহাবারি করার নিয়তে আমাদের এই প্রেচেষ্টা । 

আপনাদের কাছে দোয়া প্রত্যাশা ও আল্লাহর সাহায্য কামনা করি । 

আল্লাহ আপনাদের সকল কে উমরাহ  ও হজ্জ করার তৌফিক দান করুন ও কবুল করে নিন আর আমাদের কে আপয়ান্দের সে ইবাদতে রাহয়াবার হিসেবে কবুল করুন । 

উমরাহ একটি নফল ইবাদত কিন্তু এর ফজিলত অনেক ।

আর হজ্জ একটি ফরজ ইবাদত যার নিসাব পরিমান মাল আছে তার হজ্জ করতেই হবে । 

উমরাহ ও হজ্জ সম্পর্কে কিছু  হাদিস ও কুরআনের আয়াত দুলে ধরা হলো ঃ

 ১। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

অর্থঃ  এবং মানুষের মধ্যে হজ্বের জন্যে ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে।

সুরা হজ্জ 

২। ১৪২৯। ’আবদুল ’আযীয ইবনু ’আবদুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞাসা করা হল, তারপর কোন্‌টি? তিনি বললেনঃ আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞাসা করা হল, তারপর কোন্‌টি? তিনি বলেনঃ হাজ্জ-ই-মাবরূর (মাকবূল হাজ্জ

৩. ১৪৩১। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যাক্তি আল্লাহর উদ্দেশ্যে হাজ্জ (হজ্জ) করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল, সে নবজাতক শিশু, যাকে তাঁর মা এ মুহূর্তেই প্রসব করেছে, তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে। 


উমরাহ সম্পর্কে হাদিস ঃ 

৪। এক ‘উমরাহ’র পর আর এক ‘উমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হাজ্জে মাবরূরের প্রতিদান। (মুসলিম ১৫/৭৯, হাঃ ১৩৪৯, আহমাদ ৯৯৫৫) (আধুনিক প্রকাশনীঃ ১৬৪৭. ইসলামিক ফাউন্ডেশনঃ ১৬৫৫ )

৫. ইবনু ‘উমার (রাঃ) বলেন, প্রত্যেকের জন্য হাজ্জ ও ‘উমরাহ অবশ্য পালনীয়। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, কুরআনুল কারীমে হাজ্জের সাথেই ‘উমরাহ’র উল্লেখ করা হয়েছে। আল্লাহর বাণীঃ ‘‘তোমরা আল্লাহর উদ্দেশে হাজ্জ ও ‘উমরাহ পূর্ণভাবে আদায় কর’’। (আল-বাকারাঃ ১৯৬)


রামাযান মাসে ‘উমরাহ আদায় করা।

আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘নিশ্চয় রমযান মাসের উমরাহ একটি হজের সমান।’'[মিশকাত, হাদীস নং ২৫০৯]


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘রমযান মাসে উমরাহ পালন করা -আমার সাথে হজ্জ করার ন্যায়।’’[সহীহ বুখারী, হাদীস নং ১৮৬৩; সহীহ মুসলিম, হাদীস নং ২৫৬ ও ৩০৩৯]


হাদিসে এসেছে, ‘রমজান মাসে উমরা করা এক হজ্জের সমান।’[তিরমিযী: হাদিস নং ৮৬১ ; ইবনে মাজাহ : হাদিস নং ২৯৮২]


আল্লাহ সকল কে হজ্জ ও উমরাহ করার তৌফিক দান করু ।

উমরাহ যারা করেছেন আল্লাহ তাদের বার বার করার তোফিক দান করুন ।

আমদের সাথে উমরাহ করতে কল বা Whatsapp: +8801721672766 OR +8801612672766

UMRAH






No comments:

Post a Comment